এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল কাল থেকে শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:০৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট এমসি কলেজ মাঠে ৩দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
প্রধান মুফাসসীর হিসেবে তাফসীর পেশ করবেন বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, আল্লামা ইসহাক আল মাদানী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতী মাওলানা আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, শায়েখ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মুফতী মাওলানা আলী হাসান উসামা, শামীম বিন সাঈদী প্রমুখ। আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর উদ্যোগে ৩দিনব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলের শেষদিন শনিবার সকাল ১০টায় মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিল বাস্তবায়ন উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং আজ বুধবার বিকেল ৪টায় এমসি মাঠে অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীন আহমদ।
এদিকে, ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সফলে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের পক্ষ থেকে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে তাফসীর মাহফিল বাস্তবায়ন শৃঙ্খলা উপকমিটির উদ্যোগে এসএমপি কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে দুপুর ১২টার দিকে এমসি কলেজ মাঠ প্রাঙ্গণে আনজুমানের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সোমবার বিকেলে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে আনজুমান নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভায়- মাহফিল উপলক্ষে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসবøক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভায় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে, সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, বাস্তবায়ন কমিটির আহŸায়ক হাফিজ আব্দুল হাই হারুন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মাওলানা ইসলাম উদ্দিন, মুফতী আলী হায়দার ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য- আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলেও এবছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে ঘিরে জনসমাগমের বিষয়টি মাথায় রেখে এমসি কলেজ মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে।