সিলেটে এনআরবি সোসাইটির মতবিনিময়
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২৭:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে গত শনিবার সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে কয়েকজন প্রবাসী এ হুঁশিয়ারি দেন। এ রুটের ফ্লাইট বন্ধের বিষয়ে শঙ্কা প্রকাশ করে তারা বলেন, এ নিয়ে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। প্রয়োজনে রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হবেন।
ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর এম আহমেদ জুনেদ বলেন, সিলেট-ম্যানচেস্টার রুট বাংলাদেশ বিমানের জন্য লাভজনক হওয়া সত্ত্বেও এটি বন্ধের পাঁয়তারা করছে বিমান বাংলাদেশ। এর আগে এই রুটে ফ্লাইট বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর কর্মসূচি সহ নানা কর্মসূচি পালিত হলেও বিমান কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেনি।
ইউকে এনআরবি সোসাইটির আরেক ডাইরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, আগামী মধ্য এপ্রিল পর্যন্ত এ রুটের সব টিকিট বিক্রি হয়েছে। কিন্তু বাংলাদেশ বিমান ২৭ এপ্রিলের পর থেকে আর কোনো বুকিং নিচ্ছে না। কিন্তু কেন বুকিং নেয়া হচ্ছে না তা এখনও স্পষ্ট করা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, এ রুটটি হয়তো আবারও বন্ধ করে দেয়া হবে। বিমান কর্তৃপক্ষ ফ্লাইট কমানোর পিছনে হজ ফ্লাইট বললেও এটা ভাওতাবাজি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা বলেন, বর্তমান সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র এই রুটে ফ্লাইট বন্ধের পায়তাঁরা করছে। এগুলোর সাথে হাসিনার দোসররা জড়িত কিনা সেটি খতিয়ে দেখতে হবে। প্রবাসীদের দিকে তাকিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি বিবেচনা করতে হবে।
সিসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ বিমান সব সময় লোকসানে থাকে এটা আমরা জানি। তবে এই সিলেট-ম্যানচেস্টার রুটটি বেশ জনপ্রিয়। এই রুটে বিমান লোকসানে নয়। এটি বন্ধ করার কোন যৌক্তিকতা নেই। আমরা এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেবো। তারা অবশ্যই বিষয়টি আমলে নেবেন। তা না হলে দাবি কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক ও প্রবাসী কমিউনিটি নেতা মো. জামাল উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী, হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ, যাত্রীক ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুল জব্বার জলিল, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, প্রবাস বাংলা টিভি’র সিইও ও ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ, নর্থ ইংল্যান্ডের বার্লিং এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল মালেক, সাংবাদিক নাসির উদ্দিন, জেপিকেপির সভাপতি এডভোকেট আব্দুর রহমান, দুর্নীতিমুক্ত ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক শামসুল ইসলাম, জৈন্তাপুরের বৃহত্তর ১৭ পরগনার সভাপতি আবু জাফর আব্দুল মাওলা চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছিল বাংলাদেশ বিমান। ফ্লাইট শুরুর পর থেকে গত চার বছর সপ্তাহে তিন দিন সিলেট-ম্যানচেস্টার বিমানের ফ্লাইট অব্যাহত ছিল। চার বছরের মাথায় এই রুটের ফ্লাইট আবারও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তিনটি ফ্লাইটের মধ্যে গত অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে একটি। বাকি দুটি ফ্লাইটও বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসীসহ সিলেটী যাত্রীরা। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রবাসীদের।