গোয়াইনঘাটে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৪ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৩১:৫৯ অপরাহ্ন

মনজুর আহমদ, গোয়াইনঘাট থেকেঃ সিলেটের গোয়াইনঘাটে ২ দিনের ব্যবধানে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় ২ জন ও বার্ধক্যজনিত কারণে ১ জন ও প্রসবকালীন সময়ে একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার দুপুরে কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান (২০) নামে দুইজন নিহত হন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও আবু সুফিয়ান একই পরিবারের ফরিদ আহম এর ছেলে।
পরিবারের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, গতকাল বুধবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট সরকারী কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান (২০)। তারা একই পরিবারের সদস্য ও সম্পর্কে চাচা ভাতিজা। উপজেলার সালুটিকর – গোয়াইনঘাট রাস্তার সতি নামক স্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উপস্থিত লোকজন রিফাত আহমদ কিবরিয়া ও আবু সুফিয়ানকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিবরিয়াকে মৃত ঘোষণা করেন ডাক্তার। সুফিয়ানকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়।
অন্যদিকে নিহতদের স্বজন খাইরুল ইসলাম জানান, শুধু কিবরিয়া বা সুফিয়ান নয়, ২ দিনের ব্যবধানে এই পরিবারে আরো দুই সদস্য মারা যান। তাদের মধ্যে রয়েছেন নিহত কিবরিয়ার আপন চাচী সয়জুন বেগম (৬০)। প্রসবের সময় মারা যান কিবরিয়ার ভাইয়ের স্ত্রী রেফা বেগম। অল্প সময়ের ব্যবধানে চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ আরো জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাতেই তাদের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে দু-দিনের মধ্যে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় গোয়াইনঘাট উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব সহ বিশিষ্টজন।