সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলল বিলুপ্ত প্রজাতির ভালুক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে দেখা মিলেছে একটি বিরল প্রজাতির বন্য ভালুকের। হারিস দেব বর্মা নামের এক স্থানীয় সৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এই ভালুকের ছবি ধরা পড়ে। এ নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উদ্যানের ভেতরে জনসাধারণের অবাধ চলাফেরায় বিশেষ সতর্কতা জারি করেছে উদ্যান কর্তৃপক্ষ।
বন বিভাগ সূত্র বলছে, ওইসব ভালুক এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্তপ্রায় প্রজাতির ভালুক। এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হয়। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ছোট বড় মিলিয়ে এরকম প্রায় ১০-১২টি ভালুক রয়েছে ওই উদ্যানে।
সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ভালুক থাকার ঘটনাটি আমাদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি সংরক্ষণে আমরা আরো কিছু পদক্ষেপ নিচ্ছি। পর্যটকদের উদ্যানের ভেতরে প্রবেশ করতে নিরাপত্তা ঝুকির বিষয়েও সতর্ক করছি। তবে এখন পর্যন্ত ভালুক দ্বারা কেউ আক্রান্ত হয়নি।
এ নিয়ে তেলমাছড়া বিটের কর্মকর্তা মেহেদী হাসান জানান, এই উদ্যানে যথেষ্ট পরিমাণে মায়া হরিণ, বন বিড়াল, বন্য শুকরের চলাফেরা আমরা সচরাচর লক্ষ্য করে থাকি। কিন্তু এবার ভালুক থাকার বিষয়টি আমাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণে আরো নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, কেউ যাতে শিকার বা পাচার করতে না পারে এ বিষয়ে কড়া সতর্ক রাখতে হবে, বন্যপ্রাণীর অবাধ চলাফেরা নিশ্চিত করতে ‘ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী’ তথা বনের কিছু বাসিন্দারা যাতে ওই ভাল্লুক গুলোকে কেউ শিকার বা নিধন করে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভালুকের খাদ্য যোগানের পরিবেশ সৃষ্টি করতে হবে। বনের ভেতরে বন্যপ্রাণীর শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।”
এশিয়ান কালো ভালুকের কালো পশম, একটি হালকা বাদামী মুখ এবং বুকে একটি স্বতন্ত্র সাদা বা ক্রিমি প্যাচ থাকে, যা কখনও কখনও ইংরেজি ‘ভি’ অক্ষর আকৃতির হয়। প্রাপ্তবয়স্কদের ওজন ৬০ কেজি থেকে ২০০ কেজি পর্যন্ত হয়। এদের গড় ওজন প্রায় ১৩৫ কেজি। এশিয়ান কালো ভালুক সর্বভূক। এছাড়া এরা পোকামাকড়, বিটল লার্ভা, অমেরুদ-ী প্রাণী, মৌমাছি, ঘাস, ছাল, শিকড় ও ফল ইত্যাদি খেয়েও বেঁচে থাকে।