নিজের অধিকার আদায়ে সকলকে সজাগ থাকতে হবে : বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:২৩:৫১ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজাউন নবী বলেছেন, পৃথিবীর সকল দেশের, সকল মানুষের মৌলিক চাহিদা একই। মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত না করতে পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে না। নিজেদের অধিকার আদায়ের জন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেক সরকারি কর্মকর্তাকে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
গোলাপগঞ্জ ফান্ডেশন অব টরেন্টো অন্টারিও কানাডার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষেরা মধ্যে সেলাই মেশিন, অটোরিকশা ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সংস্থার প্রজেক্ট কনভেনার সাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিংহ , গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল,সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, প্রফেসর আবু জাহিদ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মনিরুজ্জামান মোল্ল্যা।
বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মো. আলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, নিউইয়র্ক বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মো. মামুন আহমদ রিপন, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক আলি হোসেন প্রমুখ।
বিভাগীয় কমিশনার আরো বলেন, সরকার সীমিত সম্পদের মধ্যেও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা মানুষের মৌলিক চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা রাখছে। মানবিক মূল্যবোধকে সংহত করতে পারলেই মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ফান্ডেশন অব টরেন্ট অন্টরিও কানাডা সাধারণ সম্পাদক সাবির আহমদ সাহিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রজেক্ট কনভেনার সাদ চৌধুরী। অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে ২৭টি অটোরিক্সা, ২৫টি সেলাই মেশিন এবং বিগত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত পাঁচজনকে নগদ অর্থ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।