দানবীর ড. রাগীব আলীর সাথে ইউজিসি পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:০২:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল রোববার মালনিছড়া বাগানের বাংলোতে দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সক্ষাৎ করেন ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া। এ সময় তিনি বাংলাদেশে শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলসহ বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য দানবীর ড. রাগীব আলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তাঁর পৃষ্ঠপোষকতায় লিডিং ইউনিভার্সিটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
এ সময় প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী, লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী ইউজিসি পরিচালক ড, মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়াকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানবকল্যাণে কাজ করাই আমার সকল কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য। সকল শিক্ষা ও সেবামূলক কার্যক্রম থেকে যদি সাধারণ মানুষ উপকৃত হয়; সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। মানুষের কল্যাণে কাজ করতে পারাই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে মনেকরি। লিডিং ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষাদানে বদ্ধপরিকর উল্লেখ করে সিলেটের কৃতি সন্তান, দেশবরেণ্য মানব হিতৈষী দানবীর ড. রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষাদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশে^র চ্যালেঞ্জ গ্রহণে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলে লিডিং ইউনিভার্সিটি। এই বিশ^বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন ক্লাস রুম, দৃষ্টিনন্দন নিজস্ব ক্যাম্পাস, পরিবহন ব্যবস্থাসহ শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করেছে লিডিং ইউনিভার্সিটি।
তিনি ইউজিসি পরিচালক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়াকে আবারো ধন্যবাদ জানিয়ে শিক্ষার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।
এ সময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।