ওসমানীনগর থেকে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ২:৪৪:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে বিদেশী রিভলবারসহ ১ যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মো. ছামাদ মিয়া (৩৩) ওই উপজেলার কিয়ামপুরের মৃত সিরাজ মিয়ার (মধু মিয়া) ছেলে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কিয়ামপুর সাকিনস্থ কিয়ামপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন মেসার্স আমায়া এ্যাগ্রো ফার্মের ভেতর থেকে লকারের উপরের ড্রয়ারের ভেতর থেকে রক্ষিত ১টি বিদেশী রিভলবারসহ মো. ছামাদ মিয়াকে (৩৩) গ্রেফতার করা হয়। এসময় উক্ত অস্ত্রের ব্যাপারে সে কোনো বৈধ কাগজপত্র (লাইসেন্স) দেখাতে পারেনি এবং উক্ত অস্ত্র দিয়ে সে বিভিন্ন অপকর্ম করে মর্মে স্বীকার করে।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক উদ্ধাকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।




