‘প্রযুক্তি ও উদ্ভাবনে সৃষ্টিশীল চিন্তাধারাই ভবিষ্যৎকে আলোকিত করবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১:২৬:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওঊঊঊ উধু ২০২৫– প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার এক উৎসব।
গত রোববার লিডিং ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ওঊঊঊ উধু ২০২৫, যেখানে প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, শিক্ষক ও ওঊঊঊ সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক অনুপ্রেরণাদায়ক সমাবেশে। অনুষ্ঠানের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে তরুণ প্রজন্মের সৃষ্টিশীল চিন্তাধারাই আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। তিনি আরো বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবন, নেতৃত্ব ও সহযোগিতার মনোভাবকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের প্রযুক্তি-নেতৃত্বাধীন বিশ্বে তাদের অবদানকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাফকাত কিবরিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রভাষক ও অ্যাডভাইজর ওঊঊঊ ঈঝ খট ঝই ঈযধঢ়ঃবৎ মো. জেহাদুল ইসলাম মনি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ওঊঊঊ ঈঝ খট ঝই ঈযধঢ়ঃবৎ এর কো অ্যাডভাইজর মো. জালাল উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের জগতে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, ওঊঊঊ উধু উদযাপন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি প্রযুক্তির মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকারের প্রতীক। এই দিনটি সবাইকে মনে করিয়ে দেয়, ডযবহ ঃবপযহড়ষড়মু ঁহরঃবং, বি রহংঢ়রৎব ঃযব ভঁঃঁৎব. তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত সকলেই নতুন উদ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিজ্ঞা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ওঊঊঊ লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করা হয়, যা ব্রাঞ্চের কার্যক্রম ও তথ্য প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগগুলোকে আরও সহজলভ্য করে তুলবে। উদ্বোধনী পর্ব শেষে কেক কেটে ওঊঊঊ উধু ২০২৫ উদযাপন করা হয়।




