শাকসু নির্বাচন বানচালের অভিযোগ শাবি ছাত্রশিবিরের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৫:০৭:০৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মাসুদ রানা বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে শাকসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নিক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার বৈধ প্ল্যাটফর্ম। শাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। এর মধ্যদিয়ে গড়ে উঠবে ভবিষ্যৎ নেতৃত্ব।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা সবসময়ই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছি। নির্বাচন হলে আমরা জয়লাভ করব, ইনশা আল্লাহ।
আবাসিক হলের পরিবেশ প্রসঙ্গে মাসুদ রানা বলেন, আগে যেমন নির্দিষ্ট দলের নামে কক্ষ বরাদ্দ থাকত, আমরা তেমন পরিবেশ চাই না। ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি থাকবে, তবে হলে রাজনীতি সীমিত থাকবে। হলে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে থাকবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসার, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়নসহ বহিষ্কার ইস্যু ও সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন ছাত্রশিবির নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




