এইচএসসি পরীক্ষায় শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজের সাফল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৮:৫১:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্কঃ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। এবার ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে বিভিন্ন গ্রেডে ২৭৬ জন পাশ করেছে। পাশের হার ৯৩ পার্সেন্ট । এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন দুজন পরীক্ষার্থী।
এছাড়াও এগ্রেডে ৯৭ জন , এ মাইনাস গ্রেডে ১০২ জন , বি গ্রেডে ৫৭ জন , সি গ্রেডে ৫ জন উত্তীর্ণ হয়েছে। অবশ্য তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। গুণগত শিক্ষার জন্য আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে । তিনি এ ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।




