ওসমানী হাসপাতালের চিকিৎসা সামগ্রী চুরি করে পালানোর সময় একজন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৫:০৮:১৫ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সামগ্রী চুরি করে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত প্রলয় দে (৪৬) এসএমপির কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড় এলাকার মৃত কানু দে’র ছেলে।
পুলিশ জানায়, রোববার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসক কক্ষ থেকে সার্জিকেল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে’কে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত প্রলয় দে কে আদালতে সোপর্দ করা হয়েছে।




