জৈন্তাপুরে নদী থেকে পরিত্যক্ত রাইফেল, একটি ম্যাগজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৫:০২:২৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরের সাবরী নদী থেকে একটি পরিত্যক্ত রাইফেল, একটি ম্যাগজিন এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কিশোর তাসিম হোসেন নদীতে গোসল করতে নেমে প্রথমে রাইফেলটি দেখতে পায়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। গোসল করার সময় তার পায়ের সঙ্গে ধাতব কোনো কিছুর সংস্পর্শ ঘটলে, কৌতূহলবশত সেটি পানির নিচ থেকে তুলে আনে। পরে দেখা যায়, এটি একটি রাইফেল। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করে।
পরে তল্লাশি চালিয়ে রাইফেলের সঙ্গে একটি ম্যাগজিন ও ২৫ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




