সায়েন্টিফিক সেমিনারে অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী
‘নিউমোনিয়া ও অ্যাজমা প্রতিরোধে গবেষণার ওপর জোর দিতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৯:৪৮ অপরাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং বিপিএ সিলেট শাখার বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, নিউমোনিয়া ও অ্যাজমা প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ ও গবেষণার ওপর জোর দিতে হবে চিকিৎসকদের। শিশুদের শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধে সরকারী-বেসরকারীভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। আমাদের দেশের আবহাওয়া, পরিবেশদূষণ এবং জীবনযাপনের নানা কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসযন্ত্রজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখার উদ্যোগে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের তত্ত্বাবধানে এবং অপসোনিন ফার্মা লিমিটেড এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সায়েন্টিফিক সেমিনার অন পেডিয়াট্রিক পালমোনলজি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি স্কুল ও পরিবার পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নিয়মিত প্রচার-প্রশিক্ষণ চালু রাখা প্রয়োজন। এমন বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপিএ সিলেট’র ফাউন্ডার প্রেসিডেন্ট সিলেটের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. মতিন ও অধ্যাপক ডা. আজির উদ্দিন আহমদ।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. অচিরা ভট্টাচার্য্যরে পরিচালনায় সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক ডা. এম এস খালেদ। অনুষ্ঠানে শিশু বিশেজ্ঞদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. রুমা পারভীন, অধ্যাপক ডা. রেদোয়ান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদুল হক। বক্তব্য রাখেন বিপিএর সাধারণ সম্পাদক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বিপিএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ও ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. এ. এইচ. এম খায়রুল বাশার।
অতিথিদের আন্তরিকতার সাথে বরণ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদুল হক, সহযোগী অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, ডা. ফারহানা জয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. অচিরা ভট্টাচার্য্য, ড. তাফিমা তারিন, কনসালটেন্ট ডা. মুজিবুর রহমান, রেজিষ্ট্রার ডা. নিজাম আহমেদ চৌধুরী, ডা. মঞ্জুরুল আহসান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মনজ্জির আলী, অধ্যাপক ডা. তারেক আজাদ, অধ্যাপক ডা. পিয়া বিশ্বাস, অধ্যাপক ডা. সুলতানা বেগম। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পেডিয়াট্রিক রেডিয়লজির উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি




