সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন
স্থগিতাদেশ বাতিল করে দ্রুত সিলেট চেম্বার নির্বাচন দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৩৯:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচন বাতিল করায় ক্ষোভ জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। এই আদেশ ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ উল্লেখ করে তারা স্থগিতাদেশ বাতিল করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
গতকাল রোববার নগরীর স্টার প্যাসিফিকের হলরুমে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বারের ২০২৫-২৬ সনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক আমিরুজ্জামান দুলুসহ চার জনের আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। অভিযোগে তারা ভোটার লিস্ট বাতিল এবং নির্বাচন স্থগিতের আবেদন করেছিলেন।
তারা বলেন, নির্বাচন কমিশন গঠন, সব প্রক্রিয়া মেনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন সবধরনের যাচাই-বাছাই করে সদস্য তালিকাভুক্ত করেন এবং কিছু সদস্যের ব্যাপারে অভিযোগ পাওয়া যায়। পরে আপিল বিভাগ আপিলের শুনানিতে অভিযোগকারী ও অভিযুক্তদের উপস্থিতিতে উভয়পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত হয়েছে এবং ভোটার তালিকা সংশোধন করে প্রকাশ করা হয়েছে।
আদেশ দ্রুত বাতিল করে সঠিক নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা বলেন, সিলেট চেম্বারে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হচ্ছে। এই ক্ষতি করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। নির্বাচিত পরিষদ থাকলে পার্শ্ববর্তী দেশের রপ্তানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে নানা সমস্যার সমাধান করা সম্ভব হতো এবং আমদানি-রপ্তানি বাড়ানো যেত। এখন কোনো কিছুই সম্ভব হচ্ছে না।
তারা আশা প্রকাশ করেন, সিলেটের জেলা প্রশাসক দুই পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বাণিজ্য মন্ত্রণালয়ে একটি নোট দিবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে আন্দোলনে যাওয়ার কথাও জানান তারা।
এর আগে, গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে নির্বাচনের স্থগিতাদেশের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ব্যবসায়ী নেতা ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ূন আহমেদ, মাসুম ইফতিখার রসুল সিহাব, ফয়েজ হাসান ফেরদৌস, আব্দুস সামাদ, আতিক হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক পরিচালক হাফিজুর রহমান, ভোলাগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমদ, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী আক্তার চৌধুরী রুবেল, লিবন আহমদ, হাসান কবির ও পরিচালক পদপ্রার্থীবৃন্দ। লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী।




