এম ইলিয়াস আলী জনগণের পাশে থেকে কাজ করে গেছেন : লুনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৫:৫১ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিলেট-২ আসন হচ্ছে বিএনপির আসন। জননেতা এম ইলিয়াস আলী এই আসনে বিজয়ী হয়ে মানুষের সেবা করে গেছেন। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে।
তিনি বলেন, এম ইলিয়াস আলী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে গেছেন। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। আগামীতে এই আসনে বিএনপিকে বিজয়ী করলে এই নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন হবে এবং উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোকে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হবে।
গতকাল রোববার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব ময়না মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আজাদ মেম্বার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী মেম্বার, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তছির আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, আব্দুল মুমিন, সদস্য আওলাদ হোসেন, আমির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, মুরব্বী রইছ মিয়া, মনির মিয়া, মদরিছ আলী, আমির আলী, সুনা মিয়া, ইছহাক আলী, আব্দুল কাদির, গোলাব হোসেন, তেরা মিয়া মুন্না, বারিক মিয়া, আব্দুল জব্বার, ফরিদ আলী, সায়েক আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, যুবদলের সদস্য লাকি আহমদ, আকরম আলী, সুমন, সন্দর আলী, গিয়াস উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি




