মালনীছড়া চা বাগান পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১১:২৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিলেটে দেশের প্রথম ঐতিহাসিক চা বাগান মালনীছড়া পরিদর্শন করেছেন। এসময় তিনি বাগানের বাংলোতে চা চক্রে মিলিত হন। গতকাল বুধবার সকালে ব্র্যাক পরিচালিত একটি স্কুল পরিদর্শনে আসেন তিনি। এরপর মালনীছড়া চা বাগান পরিদর্শন করেন। বাগানের ব্যবস্থাপক মো: আজম আলী তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক মালনীছড়া চা বাগানের ঐতিহাসিক বিষয়াদি অত্যন্ত উৎসাহ নিয়ে শোনেন। ব্রিটিশ প্লান্টার্স দ্বারা ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই চা বাগান এখনও দেশের অন্যতম শীর্ষ প্রথম সারির একটি চা বাগান হিসাবে স্থান দখল করে আছে জেনে হাই কমিশনার অভিভূত হন। প্রথম সারির চা বাগান হিসেবে এই ঐতিহ্য ধরে রাখতে বাগানের কর্ণধার উপ মহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলীর প্রশংসা করেন।
পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা হাইকমিশনারের সাথে ছিলেন। এসময় ব্র্যাকের পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন) সাফি রহমান খান, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেডপ্রফুল্ল চন্দ্র বর্মনসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।