এসএসসি’র খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ সোমবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৩:০৫:৩০ অপরাহ্ন

ডাক ডেস্ক : এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি জানান, আগামী সোমবার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব বোর্ডে একই দিনে এ ফল প্রকাশ করার কথা আছে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনঃনিরীক্ষণের কাজ করছে। আশা করছি-এদিন দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবে।
তিনি আরো জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।