শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়া সিসিইউতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:৩৬:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং ফুসফুসে পানি জমায় তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা শঙ্কিত। অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। তিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তবে নিবিড় পর্যবেক্ষণে রেখে সাধ্যমতো তাঁকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবস্থার উন্নতি হলে আবার কেবিনে নেওয়া হবে।
ওই চিকিৎসক বলেন, ফুসফুসে পানি জমা ও ইনফেকশন গুরুতর সমস্যা। এতে মৃত্যুঝুঁকি বেশি। পানি বের করে যে অ্যান্টিবায়েটিক ব্যবহার করা হচ্ছে, তার কার্যকারিতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে কিছুদিন পর হয়তো এসব ওষুধ আর কাজ করবে না।
তিনি আরও জানান, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে খালেদা জিয়ার লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে, লিভার প্রতিস্থাপন ছাড়া স্থায়ী সমাধান নেই। শুধু লিভারের জটিলতা নয়, তাঁর কিডনি ও ডায়াবেটিসের অবস্থাও খারাপের দিকে। একটি কমাতে গেলে আরেকটিতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হƒদরোগ, লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাঁর লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন। হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন তাঁর ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি।