বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল (জেলা পর্যায়)
সিটি কর্পোরেশন (বালক) ও সদর উপজেলা (বালিকা) দল চ্যাম্পিয়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৪:৩৭:৪৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সিটি কর্পোরেশন দল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এ চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সদর উপজেলা দল। গতকাল রোববার সিলেট জেলা স্টেডিয়ামে উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় সিলেট সদর উপজেলা বালক দল মুখোমুখি হয় সিলেট সিটি কর্পোরেশন বালক দলের। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে সিলেট সিটি কর্পোরেশন বালক দল টাইব্রেকারে ৪-৩ গোলে সিলেট সদর উপজেলা বালক দলকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩’ এর ফাইনাল খেলায় সিলেট সদর উপজেলা বালিকা দল ১-০ গোলে বিশ^নাথ উপজেলা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন সিলেট সদর উপজেলা বালক দলের মুহিন মিয়া, সর্বোচ্চ গোলদাতা সিলেট সদর উপজেলা বালক দলের আমিনুল ইসলাম এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন সিলেট সিটি কর্পোরেশনের বালক দলের মুজাহিদ।
বঙ্গমাতা ফুটবল টুনার্মেন্টে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন সিলেট সদর উপজেলার বালিকা দলের লিমা আক্তার ও দক্ষিণ সুরমা উপজেলা বালিকা দলের মারিয়া আক্তার হেলন সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতেন। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিশ^নাথ উপজেলা বালিকা দলের তুষ্টি রানী দাস। খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম. কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।