দিরাই-মদনপুর সড়কে বারবার ডাকাতি, এলাকায় আতঙ্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ১:১৯:৩৯ অপরাহ্ন

উবাইদুল হক, দিরাই সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়ক এখন আতঙ্কের নাম। সড়কের শরিফপুর থেকে সুজানগর পর্যন্ত এলাকা ভোর হলেই শুরু হয় ছিনতাই আর ডাকাতি। একের পর এক ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনায় চরম আতঙ্কে আছেন সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ।
গত শুক্রবার ভোরে ফজরের নামাজের পর মদনপুর সড়কের সুজানগর গ্রামের বাংলাদেশ ফিমেল একাডেমির সামনে ডাকাতদলের ছুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবক পৌরসভার সুজানগর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে রেজাউল করিম চৌধুরী (৪০)।
এর আগে ৩ জুন ভোর রাতে একই সড়কের শরিফপুর গ্রামের দক্ষিণ পাশে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্র দেখিয়ে একটি প্রাইভেট কার আটকে ভাঙচুর করে। এতে চালকসহ উপজেলার চান্দপুর গ্রামের শুটকি ব্যবসায়ী গৌতম বর্মন, যুগল বর্মন ও নয়ন বর্মন আহত হয়। তাদের কাছ থেকে নগদ টাকাসহ সবকিছু লুটে নেয় ডাকাতদল।
এদিকে, গত ৮ জুন ভোর ৫টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামের অটো রাইস মিল ব্যবসায়ী আল মাসুদ বাড়ি ফিরছিলেন। পথে সড়কের সুজানগর গ্রামে সংঘবদ্ধ ডাকাত দল তার উপর হামলা চালায়। এসময় তার সাথে থাকা পালসার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সর্বশেষ শুক্রবার ভোরে ফজরের নামাজের পর পৌর শহরের বাসা থেকে নিজ বাড়িতে (সুজানগর) ফেরার পথে বাংলাদেশ ফিমেল একাডেমির পাশে মদনপুর সড়কে গাছের ডোম (খন্ড) দেখে মোটর সাইকেলের ব্রেক কষেন রেজাউল। এ সময় মুখোশপরা ৭-৮ জন ডাকাত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের বুড়ো আঙুল কেটে যায়। এক পর্যায়ে অপর দিক থেকে গাড়ি আসতে দেখে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহত দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আহত রেজাউল করিমের চাচা মো. শাহজাহান চৌধুরী।
সম্প্রতি জনবসতিপুর্ন এই সড়কে বার বার এমন ঘটনা ভাবিয়ে তুলেছে এলাকার সকল শ্রেণিপেশার মানুষকে।
দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি এসব ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত আছে।