শাবিতে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৪১:৩৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুবিন্যস্তভাবে গাড়ি পার্কিং এর নির্দিষ্ট স্থান উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ ও ‘সি’ এর সামনে ‘পার্কিং স্থান উদ্বোধনী’ অনুষ্ঠানে এ উদ্বোধনের ঘোষণা করেন উপাচার্য।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এ সুন্দর পার্কিং স্থান উদ্বোধন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সার্বক্ষণিক এ কাজের দেখভাল করেছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়নেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি যখন শিক্ষক সমিতির দায়িত্বে ছিলেন তখন দুটো দাবি করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে শিশুদের জন্য ডে-কেয়ারের আধুনিকায়ন আর অন্যটি এই পার্কিং স্থান নির্মাণ করা। আমরা ইতোমধ্যে ডে-কেয়ার আধুনিকায়ন করেছি। এখন পার্কিং স্থান উদ্বোধন করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্কিং স্থান নির্ধারণ ও নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফয়সল আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, ভবনগুলোর সামনে এলোমেলোভাবে গাড়ি রাখার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হতো। এ বিষয়টি জরুরি বিধায় আমরা সরকারী আইন মেনে ডিসিএম পদ্ধতিতে এ কাজ করেছি।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতায় আমরা এ কাজ করতে পারছি। ভবিষ্যতেও আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে যাবো।
পার্কিং স্থান উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, দপ্তর প্রধানগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।