যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা
স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা বরখাস্ত, পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১১:১৪:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে দেখা দিয়েছে চরম অস্থিরতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নানা আলোচনা-সমালোচনার পর সরিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে। মন্ত্রিসভায় যুক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গতকাল সোমবার উত্তপ্ত হয়ে উঠে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা। ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশদের আন্দোলনে পুলিশি ভূমিকা নিয়ে গত সপ্তাহে এক নিবন্ধে প্রশ্ন তোলেন ব্রেভারম্যান। তার ওই মন্তব্য ফিলিস্তিনপন্থীদের আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে করে চাপে পড়েন ঋষি সুনাক। এরপরই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ব্রেভারম্যানকে।
এরপর ব্রেভারম্যানের স্থলাভিষিক্ত হন জেমস ক্লেভারলি। তিনি ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শূন্য হয়ে পড়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ। সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।
২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন ক্যামেরন। তখন থেকে তিনি আর পার্লামেন্টের সদস্য নেই। এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য হাউস অব লর্ডসের একটি আসন ক্যামেরনকে দেওয়া হতে পারে।