তাহিরপুরে বিএনপি ও জামায়াতের ৬ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১১:২৬:১৯ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতভর অভিযানে ও গতকাল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, তাহিরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমির শাহ্, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ডা. এসকে শফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি ও বিএনপি নেতা কামাল হোসেন। অপরদিকে জামায়াতের দুই নেতা হচ্ছেন, উপজেলার কলাগাঁও গ্রামের আলআমিন ও মাহমুদউল্লাহ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তাহিরপুরে নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে আটকৃকতদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা হবে।