দিরাইয়ে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার, ৫০ জনের নামে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩৬:২৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরো ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত ৫০ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া (৫২), তাড়ল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নূর (৩৯), করিমপুর ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুল ওদুদ (৪৬)।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা দেড়টার দিকে পৌরশহরের আনোয়ারপুর উত্তর হাটির ফয়জুর রহমানের বাড়ির পূর্ব পাশে দিরাই-মদনপুর পাকা সড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫/৩৫ জন নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৩ জনকে আটক করা হয়।
বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ জনসহ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।