জগন্নাথপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৮:১৮ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবক জমির আলীর (২৩) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের খেয়াঘাট এলাকার কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জমির আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইল উত্তর কুসরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বেলা ১ টার দিকে জমির আলী পার্শ্ববর্তী উপজেলার পাইলগাঁওয়ে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পশ্চিম জালালপুর গ্রামের কুশিয়ারা নদীর খেয়াঘাটে আসেন।
খেয়ানৌকার মাঝি রোমান মিয়া জানান, জমির আলী পাইলগাঁওয়ে যাওয়ার জন্য ঘাটে আসলে, তাকে আরো যাত্রী হলে নৌকা ছাড়ার কথা বলি। এ সময় তিনি সাঁতার কাটার জন্য কুশিয়ারা নদীতে নামেন। কিছু সময় পরে প্রায় ৩০ গজ দূরে গেলে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার জামানের নেতৃত্বে গতকাল বুধবার সকাল ৮টায় কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযানে নামে। দুই ঘন্টা অভিযান পরিচালনা করে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।