দেশে নির্বাচনের জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৪:৫৭:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমেরিকা খুব বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিবে আমরা সেই আশাই করছি।
এ সময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।