সিলেটস্থ জামালগঞ্জবাসীর সাথে রেজাউল করিম শামীমের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ৬:৫৪:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটস্থ জামালগঞ্জবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ রেজাউল করিম শামীম। গত শুক্রবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে বসবাসরত জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় রেজাউল করিম শামীম বলেন, আমি বিগত দিনেও জামালগঞ্জবাসীর পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আমার বিশ্বাস। তিনি বলেন, অতীতের উপজেলা নির্বাচনে দলমতের উর্ধ্বে এসে আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে ফেল করানো হয়েছে। জামালগঞ্জকে ডিজিটাল, স্মার্ট ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়তে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাচনাবাজার বণিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সিলেট টেক্সবারের সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বিজেন্দ্র লাল দাস, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হান্নান, প্রবাল ঘোষ চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কায়কোবাদ টিপু, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, সাংবাদিক খন্দকার শহীদুল ইসলাম, শিক্ষক সমির পুরকায়স্থ, মাখন লাল তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন ও রজত চক্রবর্তী, ডা. গুব্রত তালুকদার পিংকু, প্রভাষক সঞ্জয় তালুকদার, মাখন তালুদার, এডভোকেট মজিবুর রহমান, সোহেল রানা তালুকদার, শ্রীনাথ ভট্টাচার্য, সমর তালুকদার, রিতেন সরকার, সাজিবুর রহমান, উত্তম রায়, কাইয়ুম, নেছার আহমেদ তালুকদার, হিমু প্রমুখ। লিটন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আসাদুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন প্রানতোষ পাল।