আমেরিকায় এবার দুর্বত্তদের গুলিতে প্রাণ হারালেন আরেক সিলেটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ২:৪৯:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন সিলেটের কানাইঘাটের আবু সালেহ মুহাম্মাদ ইউসুফ জনি। তিনি কানাইঘাট উপজেলার তিনচটি গ্রামের নুরুল হক মেম্বারের বড় ছেলে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে দুবৃত্তদের গুলিতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এ ঘটনার পর আইনশৃ্ঙ্খলাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। কিন্তু অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।
সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী সংবাদমাধ্যমকে বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। অপর নিহত ব্যক্তি হলেন- কুমিল্লার বাবু। ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল আমেরিকার মিশিগানে বাড়ির সামনে পুলিশের গুলিতে নিহত হন সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা সুপাতলার যুবক হোসেন আল রাজী (১৯)। পুলিশ তার উপর ১২টি গুলি করেছিল।