কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ৩:৩১:৩৭ অপরাহ্ন
![কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/04/bojropath.jpg)
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রমজান আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন হাসমত আলী (৪৫) নামে আরো একজন। গতকাল রোববার ভোরে উপজেলার রাধানগর হাওরে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশের সুরতহাল করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার চাচ্ছে পোস্টমর্টেম না করে লাশ নিয়ে যেতে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
নিহত রমজান উপজেলার পূর্ব ইউনিয়নের মুসলিমপাড়া (চন্দ্রনগর) গ্রামর আব্দুল মতিনের ছেলে। আহত হাসমত রাধানগর গ্রামের জামাল মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোর রাতে রাধানগর হাওরে মাছ শিকার করতে গিয়েছিলেন রমজান মিয়া ও হাসমত আলী। বৃষ্টির সাথে তখন বজ্রপাত হচ্ছিল। ভোর সাড়ে ৫টায় বিকট শব্দে রমজান আলীর পাশে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রমজান আলীর মৃত্যু হয়। এ সময় রমজান থেকে একটু দূরে মাছ শিকার করছিলেন হাসমত। বজ্রপাতের প্রভাবে তিনিও আহত হোন। পরে স্থানীয়রা আহত হাসমত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে এসেছেন।