শায়খুল হাদীস আব্দুল হান্নান সভাপতি, মুফতি মাওসুফ মহাসচিব পুনঃনির্বাচিত
ইউরোপ জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৫:১১ অপরাহ্ন

রোববার (২৬ নভেম্বর ) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে বৃটেনের বিভিন্ন টাউন থেকে আসা জমিয়ত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সভাপতি শায়খুল হাদীস আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতী মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মুহিউদ্দীন এবং সহসাধারণ সম্পাদক মুফতি বুরহান আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনের শুরুতে আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মনিরউদ্দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ত্রি-বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ করেন যথাক্রমে দলের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ও ট্রেজারার মাওলানা জসিম উদ্দীন।
সম্মেলনে বাংলাদেশ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন প্রেরিত বার্তায় বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহ এক নাজুক সময় অতিক্রম করছে। এই কঠিন সময়ে ইউরোপ জমিয়াতের কাউন্সিল কর্মী সম্মেলন অত্যন্ত তাৎপর্য বহন করে।
তিনি ইউরোপ তথা বৃটেনের সকল আলেম-ওলামা এবং মুসলিম জনসাধারণকে ওলামায়ে হক্কানীর নেতৃত্বে পরিচালিত ইউরোপ জমিয়তকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুল ইসলাম আফিন্দী অনলাইনে যুক্ত হয়ে ইউরোপ জমিয়তের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, মাওলানা এখলাছুর রাহমান, শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, ইউরোপ জমিয়তের সহসভাপতি মুফতি জিল্লুল হক, মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মাওলানা আব্দুর রব ফয়েজী, মাওলানা আব্দুল আজিজ ফারুকী, মাওলানা আবু তাহির ফারুকী, ইউকে জমিয়তের সভাপতি মুফতি সাইফুল ইসলাম, মহাসচিব মাওলানা মামনুন মুহিউদ্দীন, যুগ্ম মহাসচিব এখলাছুর রাহমান বালাগন্জী, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম হামিদী, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, রচডেল শাখার সভাপতি সৈয়দ হাফিজ জুনায়েদ আহমদ, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, সহ সভাপতি, মুফতি আজীম উদ্দিন, মাওলানা কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান, মুফতি বুরহান উদ্দিন, মাওলানা শামছুল হক ছাতকী, সান্ডওয়েল শাখার সভাপতি মাওলানা সৈয়দ আব্দুলযুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, গ্লোস্টার এন্ড উস্টার শাখার সভাপতি মাওলানা শাহ মাশুকুর রশিদ, মাওলানা হাফিজ মাছুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌ্রিয়া রাঃ), নিউক্যাসল শাখা সভাপতি মাওলানা মখলিসুর রহমান চৌধুরী, লিডস শাখার সেক্রেটারী, হাজী মঈনুল ইসলাম, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারী মাওলানা ছাদিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, প্রেষ্টন শাখা সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, নিউহ্যাম শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রব্বানী, টাওয়ার হ্যামলেট শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ নোমান, সেক্রেটারী মাওলানা আবু সুফিয়ান, লন্ডন মহানগর শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফিজ ইলিয়াস আলী, হাজী শাইস্তা মিয়া, মাওলানা হিলাল উদ্দিন, রসডেল শাখার হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার হাফিজ মাওলানা হাবিবুল্লাহ,মুফতি মাওলানা উবায়দুল্লাহ শামীম,মাওলানা আব্দুস সামাদ মুহিব, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, কারী সৈয়দ ইকবাল, হাজী নুরুল হক, হারুন রশীদ, ওলসল শাখার সহ সভাপতি মাওলানা নোমান আহমদ, মাওলানা লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুদ্দাসিসর আনোয়ার, মিল্টন কিংস শাখা সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন খন্দকার, সেক্রেটারী হাজী নুরুল হক, কেন্ট শাখা সভাপতি হাফিজ মাওলানা আসাদ আহমদ, সেক্রেটারী হাজী এনামুল হক, বেথনাল গ্রীন শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাইলএন্ড শাখা সভাপতি মাওলানা শেখ কবির হাসান সিদ্দিকী সাদি, সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন,
মাওলানা সুলেমান, প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত এবং ইউরোপের বিভিন্ন দেশের কাউন্সিলরবৃন্দের গোপন ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদ নির্বাচিত হন।
সম্মেলন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ হতে বৃটেন সফররত রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী। বিজ্ঞপ্তি