শীর্ষে বিবিয়ানা ডিগ্রি কলেজ
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৭১.৬২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৭:১৩ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজর ২৫৬ জন। এর মধ্যে ৩২ জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৭১ দশমিক ৬২ ভাগ।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় দিরাই উপজেলায় ৮টি কলেজ থেকে মোট ১ হাজার ৮৯১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মাঝে ১ হাজার ২৫৬ জন উত্তীর্ণ হয়েছে।
এদিকে, উপজেলায় এইচএসসি ফলাফলে সেরা বিবিয়ানা ডিগ্রি কলেজ থেকে ৩৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৭০ জন উত্তীর্ণ হয়েছে । জিপিএ ৫ পেয়েছেন ৩০ জন, পাশের হার ৯৪ দশমিক ৮৭ ভাগ। দ্বিতীয় দিরাই ডিগ্রি কলেজ থেকে ৮১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২টি জিপিএ-৫সহ ৫৫৩ জন পাশ করেছে। পাশের হার ৬৭ দশমিক ৬০ ভাগ।
এছাড়াও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ থেকে ১৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১১১ জন, পাশের হার ৬০ দশমিক ৩২ ভাগ, হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৯ জন, পাশের হার ৭৩ দশমিক ৫৫ ভাগ, ডা. সৈয়দ মনোয়ার আলী আট গ্রাম কলেজ থেকে ৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৯ জন, পাশের হার ৪০ দশমিক ৪২ ভাগ, জগদল কলেজ থেকে ১৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬০ জন, পাশের হার ৩৯ দশমিক ৪৭ ভাগ, রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪ জন, পাশের হার ৩০ দশমিক ৯০ ভাগ এবং বাংলাদেশ ফিমেইল একাডেমী থেকে ৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে মাত্র ২০জন, পাশের হার ২৯ দশমিক ৮৫ ভাগ।