নিউজিল্যান্ডকে ৬ উইকেট বিলিয়ে দিলো টাইগার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৩:৫৫:৫০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : স্পিন আক্রমণের জবাবে আগ্রাসী মেজাজে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই বাজে শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।
উইকেটে থিতু হয়েও টাইগার ব্যাটারকে এভাবে আত্মাহুতি দিতে দেখে যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্লেন ফিলিপস! এরপর মুশফিক যখন ক্রিজে এলেন, দেখেশুনে খেলে দলীয় পুঁজিটা বড় করার দায়িত্ব অনেকটা ছিল তার ওপর। কিন্তু উইকেট ছুড়ে এলেন তিনিও।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি স্বাগতিকদের।
দুই দলে স্পিনারের ছড়াছড়ি দেখেই আঁচ করা যাচ্ছিল, সিলেটের উইকেটে থাকতে পারে স্পিনের বাড়তি সুবিধা।
এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই তুলে নিয়েছেন কিউই তিন স্পিনার এজাজ প্যাটেল, ইশ সোধি এবং গ্লেন ফিলিপস। এ ছাড়া একটি উইকেট জেমিসনের দখলে গেছে। তবে উইকেট নেওয়ার ক্ষেত্রে কিউই বোলারদের চেয়ে টাইগার ব্যাটারদের ‘অবদান’ কম নয়।