শ্রীলঙ্কার সাথে ৩ ম্যাচ ওয়ান ডে সিরিজ
শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৪, ৪:১৬:২৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা।
দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো খেলছিলেন হাত খুলে। তাদের গতিরোধ করেন তানজিম হাসান সাকিব নিজের দ্বিতীয় ওভারে আভিস্কার উইকেট তুলে নিয়ে। আভিস্কার ব্যাট ছুঁয়ে সহজ ক্যাচ যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৫ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করেন আভিস্কা। তাকে ফিরিয়েই থামেননি তানজিম সাকিব, নিজের পরের দুই ওভারে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে শ্রীলঙ্কার স্বস্তি উড়িয়ে দেন।
তানজিমকে পুল করতে গিয়ে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ৩৬ রান করে মাঠ ছাড়েন নিশাঙ্কা। তানজিমের তৃতীয় ওভারে ৫ বলে ৩ রান করা সাদিরা সামারাবিক্রমার দারুণ এক ক্যাচ নেন মুশফিক। পরের আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ১৮ রান করা চারিথ আশালাঙ্কাকে বোল্ড করেন মিরাজ। পরে কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানগের ৬৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের ল্যান্থ বল তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন কুশল মেন্ডিস। ৫ চার ও ১ ছক্কায় ৭৫ বলে ৫৯ রান করেন তিনি। যদিও আরেক প্রান্তে ঠিকই টিকে থাকা জানিথ অবশেষে ৬৯ বলে ৬৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন।
এর আগেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহেশ থিকসেনাকে ফিরিয়ে শেষদিকে শ্রীলঙ্কার বড় রান করে ফেলার শঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের তানজিম, তাসকিন ও শরিফুল তিনটি করে উইকেট নিয়েছেন। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাদুশাঙ্কার করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান লিটন দাস। নিজের পরের ওভারে এসে সৌম্য সরকারকেও আউট করেন মাদুশাঙ্কা। তাওহীদ হৃদয়ও ফেরেন অল্পতে। ৮ বলে ৩ রান করে প্রামোদ মাদুসানের বলে বোল্ড হন তিনি। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন টাইগার ব্যাটাররা।
এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন শান্ত। দলীয় ৯২ রানে ৩৭ বলে ৩৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধারাবাহিক, কখনো আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শান্ত-মুশফিক।
মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন টাইগার কাপ্তান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ১৭৫ বলে তাদের ১৬৫ রানের জুটিতে ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন শান্ত ও ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।