বিশ্বম্ভরপুরে স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:০২:১০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন।
গত মঙ্গলবার রাত ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা মুজিব পল্লীর ৯নং বাসাতে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী নাজিরা আক্তার (২৭) এর পিতার বাড়ি দুর্গাপুর গ্রামে। স্বামী দিলওয়ার হোসেন (৩৩) একই উপজেলার পাঁচ হিস্যা গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র।
থানা সূত্রে জানা যায়, স্ত্রী নাজিরা আক্তারের সাথে দিলওয়ার হোসেনের সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী দিলওয়ার হোসেন উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে স্ত্রী নাজিরার মাথায় আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই নাজিরা মারা যান। স্বামী দিলওয়ার হোসেন স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বেচ্ছায় বিশ্বম্ভরপুর থানায় উপস্থিত হয়ে থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের কাছে আত্মসমর্পণ করেন। দিলওয়ার হোসেন ও নাজিরা আক্তারের দুইটি শিশুসন্তান রয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা (নং ১৩ তারিখ ২০/১২/২০২৩) দায়ের করা হয়েছে।