হাবিবের সমর্থনে পথসভায় সিসিক মেয়র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৯:৫৩:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট-৩ আসনে এমপি হাবিবের বিকল্প নেই। গত আড়াই বছরে তিনি অনেক কাজ করছেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে তিনি তার দ্বায়িত্ব সঠিকভাবে পালন করেছেন।
বৃহস্পতিবার সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে এমপি হাবিবের সমর্থনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘বর্তমানে যারা এমপি হতে এসেছেন, তাঁরা হচ্ছেন সুসময়ের কুকিল। তাঁরা তাদের উদ্দেশ্যে হাসিল করার জন্য এমপি হতে এসেছেন। তাই সবার একটু ভেবেচিন্তে প্রতিনিধি নির্বাচিত করতে হবে।’
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চুর সভাপতিত্বে ও মদনমোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহসভাপতি রাজ্জাক হোসেন,সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদসহ ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি