সিলেট-৩ আসনে পরিবর্তনের রব উঠেছে: ডা. দুলাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৫:৩৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ এখন একজোট হয়ে ট্রাক প্রতীককে বেছে নিয়েছেন। আমি যেদিকেই যাচ্ছি, সেদিকের জনগণই শুধু ট্রাক আর ট্রাকময়।
তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। সিলেট-৩ আসনের উন্নয়নের স্বার্থে এবার জনগণ আমাকেই ভোট দেবেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ও মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. দুলাল বলেন, সিলেট-৩ আসনে এখন পরিবর্তনের রব উঠেছে। এ পরিবর্তন একজন ব্যক্তির পরিবর্তন। এই জনপদের মানুষ আর চায় না তাদের সংসদ সদস্যকে নিয়ে দেশবাসী হাসাহাসি করুক তুচ্ছতাচ্ছিল্য করুক। তাই সিলেট-৩ এর জনগণ এবার তাদের সংসদ সদস্য হিসেবে আমাকেই বেছে নিতে চায়। আগামী ৭ জানুয়ারি এই জনপদে ট্রাক প্রতীকের পক্ষে ভোটের বিপ্লব হবে।
এ সময় মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পালসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা ও জনসাধারণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি