শ্যামারচর হাইস্কুল মাঠে আল আমিন চৌধুরী
‘দিরাই-শাল্লায় আর ধোঁকার রাজনীতি চলবে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৭:০২ অপরাহ্ন
দিরাই সংবাদদাতা : সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন বলেছেন, দিরাই-শাল্লার মানুষ এখন অনেক সচেতন।তারা আর ধোঁকার রাজনীতি চায় না। জনগণ আমার পাশে আছে। এতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। আমার বিজয় নিশ্চিত।
শুক্রবার সন্ধ্যায় দিরাই উপজেলার শ্যামারচর হাইস্কুল মাঠে চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রার্থী করায় আমার প্রতিপক্ষ দেউলিয়া হয়ে গেছেন। বিভিন্ন প্রচার-প্রচারণায় তিনি আমার নামে বদনাম চালাচ্ছেন, বলছেন তিনি নাকি আওয়ামী লীগের প্রার্থী। অথচ সিলেটের জনসভায় তিনিও প্রধানমন্ত্রীর কথায় হাত তুলে ওয়াদা করেছেন নৌকায় ভোট দেবেন। কিন্তু আজ তিনি কথার বরখেলাপ করে প্রধানমন্ত্রীর নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
চরনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে ও জুতিময় দাসের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন কুমার রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রশিদ লাভলু, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, সাবেক চেয়ারম্যান জয় কুমার বৈষ্ণব, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসান চৌধুরী,রফিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজওয়ান খান ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।