সিলেটে ১০১৩ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৪:৩৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত পোহালেই ভোট। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
গতকাল শনিবার সকাল থেকে সিলেটের ৬টি আসনে ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রের সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে পৌঁছে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
শুধুমাত্র ভোটের দিন আজ রোববার ভোররাত ৩টার দিকে ব্যালট পেপার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হবে। এদিন ভোর ৩টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।
প্রসঙ্গত, আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বছর সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট দেওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।