বালাগঞ্জে ডা. দুলালের এজেন্টকে মারধর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ২:০২:০২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলালের এজেন্টদের নৌকার প্রার্থীর সমর্থকরা মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ট্রাক প্রতীকের এজেন্টদের ব্যাপক মারধর করা হয়েছে। এ সময় এক এজেন্টের মাথা ফেটে রক্ত ঝরতে দেখা গেছে।
এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল বলেন, ‘নৌকা প্রার্থীর সমর্থকরা আমার এজেন্টদের মারধর করেছেন। জোর করে তারা নির্বাচন জেতার চেষ্টা করছেন। আমি এই কেন্দ্রের ভোট বর্জন করছি।’