মানুষের উপস্থিতি হতাশাজনক: শাহীনূর পাশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ২:৫৫:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ভোটের আমেজ ও মানুষের উপস্থিতি হতাশাজনক বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় পাটলী ইউনিয়নের নিজ সেন্টার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বৃহৎ একটি গ্রাম ও ১৪টি মৌজা নিয়ে হঠিত পাটলী ইউনিয়ন। এই কেন্দ্রে প্রায় ৪ হাজারের মতো ভোটার রয়েছেন। ভোটারের উপস্থিতি আরও বেশী হওয়া উচিত ছিল। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে হাজির করছি। শীতের জন্য হয়তো ভোটকেন্দ্রে ভোটারদের আসতে বিলম্ব হচ্ছে।
সকাল ৮টার আগেই আমি ফোন পেয়েছি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকমীর্রা আমাদের কমীর্দের হুমকি দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গতরাতেও আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেয়া হয়েছে। এটা আমি আশা করিনি। কারণ এই নির্বাচন হলো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট। সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু তাদের নেতাকমীর্রা যদি উশৃঙ্খল হয় এবং সিস্টেম লঙ্ঘন করে যদি ভোটারদের নিরুৎসাহিত করার চেষ্টা করে তাহলে এটা মেনে নেয়া যায় না। সকললেরই গণতন্ত্র চর্চার জন্য এগিয়ে আসা উচিত। সুষ্ঠু নির্বাচন হলে আমি পাশ করবো।