জামানত হারালেন শাহীনূর পাশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৩:৫৭:৩৭ অপরাহ্ন
মো: নুরুল হক, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে মোট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন। আর তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৮শ ৪৮ ভোট।
রোববার রাত ৮ টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়। এছাড়াও নির্বাচনে মন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী তালুকদার মো: মকবুল হোসেন।
এই আসনে ভোটার ছিলেন ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮ এবং নারী ১ লাখ ৭০ হাজার ৯২১ ভোটার রয়েছেন। তারমধ্যে হিজরা ভোটার রয়েছে ৪ জন।
উল্লেখ্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর মৃত্যুর পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী হিসেবে শাহীনুর পাশা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান কে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।