আইজিপির ভাইকে হারালেন জয়া সেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৪:৩০:০৬ অপরাহ্ন
দিরাই থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা জয়ী হয়েছেন। ৯১০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, কাঁচি প্রতীকে জয়া সেন গুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরী পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে তিনটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। স্থগিত এসব কেন্দ্রের ভোটার সংখ্যা ৯০৫৭। এ অবস্থায় এ আসনে জয়ের পথে রয়েছেন জয়া সেন। রোববার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনামগঞ্জের রিটার্নিং অফিসার জানান, এ অবস্থায় তারা জয়া সেনকে বিজয়ী ঘোষণা করছেন।
অপর প্রার্থীদের মধ্যে-মিজানুর রহমান (ঈগল) প্রতীকে ১৯৬৮ ভোট এবং মিহির রঞ্জন দাস (কবুতর) ২৪৯ ভোট পেয়েছেন।
ড. জয়া সেন এই আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য। তিনি প্রয়াত জাতীয় নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। বয়োবৃদ্ধ ও অসুস্থ জয়া সেনের বদলে এ আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরীকে। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ছোট ভাই। দলীয় মনোনয়বঞ্চিত হয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী হন জয়া।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন জয়ার স্বামী সুরঞ্জিত। ফলে এ ভোটের মাঠে আসনটি সুরঞ্জিতের আসন হিসেবে পরিচিত। আওয়ামী লীগের দলীয় ভোটের বাইরেও এখানে রয়েছে সুরঞ্জিতের বিশাল ব্যক্তি ইমেজ। সুরঞ্জিতের মৃত্যুর পর জয়া সেনও এখান থেকে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী আল আমিন চৌধুরী শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য পদে প্রার্থী হন তিনি। এছাড়া আল আমিনের বাবা শাল্লা উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তার পরিবারেরও ভালো গ্রহণযোগ্যতা রয়েছে এলাকায়। ফলে শুরু থেকেই এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছিলো।
এ ব্যাপারে জয়া সেনগুপ্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই এলাকার ভোটাররা সুরঞ্জিত সেনগুপ্তকে ভালোবাসেন। তার অনুসারী হিসেবে আমাকেও পছন্দ করেন। ভোটে তারা আবারও তার প্রমাণ দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
উপজেলা ভিত্তিক ভোটের হিসেবে জানা যায়, দিরাই উপজেলায় কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা পেয়েছেন ৪০ হাজার ৪০০ ভোট। নৌকা প্রতীক নিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৩৬ হাজার ৪২৭ ভোট। শাল্লায় কাঁচি প্রতীক নিয়ে জয়া সেনগুপ্তা পেয়েছেন ২৭ হাজার ৩৩৫ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) পেয়েছেন ২২ হাজার ২৪৫ ভোট।