ছাতকের পল্লীতে অগ্নিকান্ডে চার পরিবার ক্ষতিগ্রস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ১:৫২:২৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের পল্লীতে অগ্নিকান্ডে চার পরিবারের বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামের আপ্তাব আলীর পুত্র নুর উদ্দিন নুরাই, আজিরুন নেছা, আলী ও দিলোয়ার হোসেনের বসত ঘরে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বলই হাওর পারে বাড়ি থাকায় দূর-দুরান্ত থেকে লোকজন আসার আগেই ঘরে থাকা ধান, চাল, হাঁস, মোরগ, বইখাতা পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ২২ হাজার, চাল, ডাল সহ খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সামা রাসেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজমূল হক রিপন, মিলন মিয়া, আলী হোসেন প্রমুখ।