সংবাদ সম্মেলনে দুলন চৌধুরী
কাঁচির সমর্থকরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩:২১ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: দিরাই উপজেলায় কাঁচি মার্কার ছত্রছায়ায় বিএনপি জামায়াতের লোকজন ভোটের দিন সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা কেন্দ্র (ভাবাবেগ) দিরাই এর সাধারণ সম্পাদক দুলন চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
উপজেলার উজানধলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুলন চৌধুরী ভোটের দিনের সন্ত্রাসী হামলার বর্ণনা দিয়ে আরও বলেন, ‘হামলাকারীদের ভয়ে এখনো উপজেলার উজানধল গ্রামে নৌকার লোকজন আতংকে রয়েছেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমি ধল আশ্রম কেন্দ্রে ভোট দিতে গেলে কাঁচির সমর্থক বিএনপি নেতা বাবুল ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায় আমিসহ নৌকার সমর্থকরা ভোট দিতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে গুলি করতে হয়।
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা নির্বাচিত হওয়ার পর এই এলাকায় বিএনপি জামায়াতের লোকজন আরো বেপরোয়া হয়ে উঠেছে। যারা যুগের পর যুগ ধরে বিএনপি করে আসছে, তারাই এখন জয়া সেনগুপ্তার ছত্রছায়ায় এসব করছে। তারা আমাকে এবং নৌকার সমর্থকদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ে উজান ধলসহ কয়েকটি গ্রামের সমর্থকরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তাদের অত্যাচার থেকে রেহাই পেতে আমরা পুলিশসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ভাটি বাংলা বাউল একাডেমি ও গবেষণা কেন্দ্রের সভাপতি শাহ আব্দুল তোয়াহেদ, সাংস্কৃতিক সম্পাদক রণেশ ঠাকুর, অর্থ সম্পাদক বশির উদ্দিন, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিত মিয়া, আওয়ামী লীগ নেতা আঙ্গুর মিয়া, মনর মিয়া প্রমুখ।