সিনিয়র সাংবাদিক আশিক মোহাম্মদ স্মরণে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৩১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন সাব এডিটর আশিক মোহাম্মদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০২৩ এর ১৩ জানুয়ারী যুক্তরাজ্যের লন্ডন সিটিতে তিনি মৃত্যুবরণ করেন।
দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন সাব এডিটর আশিক মোহাম্মদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাত ৯টায় সিলেটের ডাক অফিসের বোর্ডরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সহকর্মীদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।
দোয়া মাহফিলে দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, এনামুল হক রেনু, ইউনুছ চৌধুরী, স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ, প্রধান আলোকচিত্রী আবদুল বাতিন ফয়সল, সম্পাদনা সহকারী বনবীর রায় ও প্রদীপ চন্দ্র দাস, অফিস সহায়ক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।