সিলেট র্যাব-৯ এর উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৪:২৭:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট র্যাব-৯ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক জিডি (পি)।
পাশাপাশি র্যাব-৯ এর আওতাধীন অন্য জেলাগুলোর বিভিন্ন স্থানেও শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় জানানো হয়, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব সদা প্রস্তুত। ভবিষ্যতেও র্যাব-৯ এর এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।