বিশ্বম্ভরপুরে দুর্বৃত্তের হাতে শ্রমিক খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১:১২:৫৮ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে আবু সুফিয়ান নামের এক যুবক খুন হয়েছে। সুফিয়ান উপজেলার ফতেপুর ইউনিয়নের খিদ্দরপুর গ্রামের আলী আহমদের ছেলে।
বিশ্বম্ভরপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের রঙ্গারচর লখা ব্রিজের পাশে আবু সুফিয়ান এর মৃতদেহ গতকাল সোমবার ভোরে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক ও এসআই আব্দুর শহীদ পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু সুফিয়ান বারকি শ্রমিক। প্রতিদিনের মতো রোববার প্রায় রাত ৯টায় বাড়ি থেকে খাওয়া-দাওয়া সেরে কাজের জন্য রঙ্গারচর/আলমাডোর কালী মন্দির নৌকা ঘাটের উদ্দেশ্যে যান। পরে গতকাল সোমবার ভোরে ঘটনাস্থল লখা ব্রিজের উত্তর পাশে সুফিয়ানের মৃতদেহ পাওয়া যায়। সুফিয়ানের সাথে নগদ ২০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিল তা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।