জগন্নাথপুরে দাদার সঙ্গে কৃষি কাজ দেখতে গিয়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১:১৬:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে দাদার সঙ্গে হাওরে কৃষিকাজ দেখতে গিয়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ইকড়ছই গ্রামের আলী হায়দারের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, শিশু জিহাদ সোমবার সকালে তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়। সেখানে হঠাৎ কাঁপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ধারণা করা হচ্ছে, খিচুনি রোগে আক্রান্ত শিশুটি প্রচন্ড ঠান্ডায় আক্রান্ত হয়ে জমিতে পড়ে গিয়ে মারা যায়।
শিশুর বাবা আলী হায়দার জানান, আমার ছেলের জন্মের পর থেকেই খিচুনি (মৃগী) রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল। হাওরে বোরো ধানের চাষাবাদ দেখতে গিয়ে জমিতে কাদাযুক্ত পানিতে পড়ে গিয়ে সে মারা যায়।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।