মাদরাসার পেছনে মিলল নারীর দগ্ধ মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৫:০৩:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকড়ছই মাদরাসার পেছনে এক অজ্ঞাত নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাদরাসার পেছনে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে ও ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। নাম পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে।