দুনিয়া পরীক্ষার জায়গা, যে টিকতে পারছে, তার জীবন সফল: হুছামুদ্দীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৩:৪৩:২১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পরকালীন জবাবদিহিতার কথা চিন্তা করে ইহকালীন জীবন পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ। দুনিয়ার মোহে পড়ে দ্বীনদারীকে ভুলে গেলে চলবে না।
গতকাল রোববার বিকেলে উপজেলার পাঁচপাড়া মোহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)’র ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আমরা জানি এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এ দুনিয়ার মোহে যে পড়েছে, সে দুনিয়াদার হয়ে গেছে। এ মোহ থেকে যে বাঁচতে পারছে সে আল্লাহর বান্দায় পরিণত হয়েছে। এ দুনিয়া এক পরীক্ষার জায়গা। যে পরীক্ষায় টিকতে পারছে তার জীবন সফল।
উক্ত মাহফিলে বয়ান করেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর মাওলানা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা ডা. শাফিউর রহমান, মাওলানা আব্দুল আব্দুল মুছাব্বির, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, আওয়ামী লীগ নেতা সায়্যীদ আহমদ বহলুল।